চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। একই ঘটনায় মারা গেছে ৩টি গরু। নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর মহল্লার মেঘু মণ্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫) এবং শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর নয়ালাভাঙ্গা গ্রামের মৃত বিশু হাজীর ছেলে তাজবুল ইসলাম (৪৭)।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। সদর উপজেলার ৪ নম্বর বাঁধ এলাকায় গরু চরানোর সময় বজ্রপাতে তাজবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা ৩টি গরুও মারা যায়।
অন্যদিকে, ধান কাটার সময় বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, “বজ্রপাতে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
বিডি প্রতিদিন/আশিক