দুই দিনের সফরে গতকাল ঢাকা এসেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে হাইহেইম। গতকালই তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ে ঢাকার নরওয়ের দূতাবাস জানায়, বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য নরওয়ের জোরালো সমর্থন, যেখানে যুব ও মহিলাদের ভূমিকা বৃদ্ধি পাবে। বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন যুদ্ধ ও ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করেন। নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে হাইহেইম ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান ও পরিবেশ বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সময়ে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন।