বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতকরা। বঙ্গবন্ধু এই দেশের মাটিতে ও মানুষের মনে, আদর্শে চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলাকে গড়ে তুলবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার শহরের টেম্পল সড়কে দলীয় কার্যালয়ে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এ কথা বলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, উপ দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, জেলা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমান, মুকুল ইসলাম ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার