বগুড়ার শাজাহানপুরে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশ ব্যাপী বিএনপি-জামাত মদদে এ সিরিজ বোমা হামলা চালানো হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক,আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন, আফজাল হোসেন বাচ্চু,জহুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ইমরান হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল।
এ সময় উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, অর্থ সম্পাদক এস এম বাকি বিল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি ফেরদৌস, মনির হোসেন, সাজু আহমেদ, শফিকুল ইসলাম, আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন