ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসচাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুরের ভাঙা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম মো. রহমত আলী (৫৫)। তিনি ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি গ্রামের ঝাওনিয়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সীমান্তবর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলায় থাকতেন।
আহতরা হলেন-বিজয়নগরের সুধির ও আব্দুল হাসিম। তাদের স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই