সিরাজগঞ্জে বন্ধ হওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকালে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সামনে “রেল বাঁচাও আন্দোলন” সিরাজগঞ্জের আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বাসদ নেতা নব কুমার কর্মকার, কমিউনিস্ট পার্টির সভাপতি ইসমাইল হোসেন, জাসদ নেতা মাহবুব-এ-খোদা টুটল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবুসহ জেলার বিভিন্ন পেশার মানুষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার