ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জয়বাংলা বিশ্বরোড মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় নিরবতা পালন করা হয়। কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, আওয়ামী লীগের সহ সভাপতি আবদুস সোবহান, ওহিদুল বারী আলম, সংসদ উপনেতার একান্ত সচিব শফিউদ্দিন শফি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কাজী শাহ জামান বাবুল, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু মাস্টার, ফুলসূতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিক।
বিডি প্রতিদিন/আল আমীন