বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জলাশয়গুলোতে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন।
রবিবার (২৯ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলার ৯টি জলাশয়ে ২৬০ কেজি রুই জাতীয় মাছের পোনা ছেড়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফেরদৌস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল