চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি নেয়ার অভিযোগে এক সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অবস্থিত সার ডিলার আমিন এন্ড ব্রাদার্স এর মালিক মো. আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, স্থানীয় কৃষকদের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বীর নেতৃত্বে মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে আমিন এন্ড ব্রাদার্সে অভিযান চালানো হয়। এসময় সরকারি নির্ধারিত মূল্যের বেশি দাম নেয়ায় ডিলার মালিক মো. আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তার সংরক্ষিত সারের গোডাউন তালাবদ্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সার বিক্রয় বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর