খাগড়াছড়িতে শহর সমাজসেবার উদ্দ্যোগে জেলা সদরের প্রতিবন্ধীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ এবং দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসনের লক্ষ্যে অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহর সমাজসেবা অফিসের হলরুমে এ ঋণের অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সমাজসেবার উপপরিচালক মনিরুল ইসলাম ৬৯ জনকে সুদমুক্ত ১৫ লাখ ৬৯ হাজার ৭শ’ টাকার ক্ষুদ্রঋণের নগদ অর্থ ও ১২ জন দগ্ধ ও প্রতিবন্ধীকে পুনর্বাসনের জন্য ২ লাখ ৪০ হাজার টাকার নগদ অর্থ দেন।
ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজ সেবা অফিসার নাজমুল আহসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সমাজসেবা প্রবেশন অফিসার কৃতি বিজয় চাকমা।
ঋণ পেয়ে এক প্রতিবন্ধী জানান, সুদমুক্ত ক্ষুদ্রঋণ পেয়ে তারা খুব খুশি। এ অর্থ তারা ব্যবসায়িক কাজে লাগিয়ে অনেক লাভবান হবে বলে আশা করছেন। পৌর শহরের প্রায় প্রত্যেকটি ওয়ার্ড থেকে বাছাইকৃত কর্মদল এলাকার নারী ও পুরষদের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম