মানিকগঞ্জে নির্মিত হচ্ছে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে বঙ্গবন্ধু চত্বর। শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম সংলগ্ন জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এই বঙ্গবন্ধু চত্বর নির্মিত হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীন জাতিকে স্বাধীনতা দিয়েছেন, আজকের ও ভবিষ্যৎ প্রজন্ম মনে প্রাণে বঙ্গবন্ধুকে ধারণ ও লালন করার লক্ষ্যে এই বঙ্গবন্ধু চত্বর প্রতিষ্ঠা হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের পরিকল্পনায় এই বঙ্গবন্ধু চত্বর নির্মিত হচ্ছে। গোলাম মহীউদ্দীন বলেন বঙ্গবন্ধুর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য এই বঙ্গবন্ধু চত্বর নির্মাণ করা হচ্ছে। এই বঙ্গবন্ধু চত্বরে আসলে '৫২ ভাষা আন্দোলনসহ মানুষের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস জেগে উঠবে। দীর্ঘদিন পরে হলেও মানিকগঞ্জবাসীর প্রাণের দাবি বঙ্গবন্ধু চত্বর বাস্তবায়ন হচ্ছে।
জানা যায় এডিপির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে মানিকগঞ্জ জেলা পরিষদ। ১ কোটি ৬৭ লাখ ৭ হাজার ৭২৮ টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। চলতি বছর ১৬ মে বঙ্গবন্ধু চত্বর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। আগামী বছর মে মাসে এর নির্মাণ কাজ সমাপ্ত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত