‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার তারাব বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
প্যানেল মেয়র আমীর হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, সাপ্তাহিক রূপকণ্ঠের সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, কাউন্সিলর আনোয়ার হোসেন, আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা হারুন মোল্লা প্রমুখ।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, বর্তমানে সমাজে যেভাবে সন্ত্রাস ও মাদক বৃদ্ধি পাচ্ছে তা নির্মূল করতে হবে। সমাজে সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের কোনো ঠাই নেই। তাদের সমাজ থেকে নির্মূল করতে হবে। এ জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
পরে উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি এএফএম সায়েদ।
বিডি প্রতিদিন/আবু জাফর