মেহেরপুরে প্রতিবন্ধিতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মেহেরপুরের চাঁদবিলে ইমপ্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ফাউন্ডেশনের মেহেরপুরের প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ডা. হাসিব মাহমুদ।
প্রশিক্ষণে প্রতিবন্ধিতা কিভাবে প্রতিরোধ করা যায়, সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে কিভাবে প্রতিবন্ধিতা রোধ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে প্রতিবন্ধিতা রোধে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের চিত্র উপস্থাপন করা হয়।
কর্মশালায় বক্তব্য দেন, ফাউন্ডেশনের প্রশিক্ষক টিপু সুলতান, সোনিয়া সুলতানা, সাংবাদিক তোজাম্মেল আযম, মাহবুবুল হক পোলেন, ইয়াদুল মোমিন, আবু সাঈদ, আতিক স্বপন, মনিরুল ইসলাম, মিজানুর রহমান জনি প্রমুখ। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির