লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান। অন্যান্যের মধ্যে আরো ছিলেন ছাত্রলীগ নেতা ইবনে জিশাদ আল নাহিয়ান, রুবেল আমেদ রাজু, তারেক উদ্দিন, সোহাগ পাটোয়ারী, ফয়সল মাল, মেহেদী হাসান শুভ, ফাহাদ বিন কামাল মাহি, কিনান জুবায়ের শুভ, খালেদ, সজীব, সাকিবসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।
বিডি প্রতিদিন/আল আমীন