কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মতিয়ার রহমান (৪০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রৌমারী-ঢাকা মহাসড়কের ঝগড়ারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টরের হেলপার মতিয়ার রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আছিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, শনিবার দুপুরের দিকে টেকানি গ্রামের এনামুলের ছেলে নুরে জালালের ট্রাক্টর নিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকার হলহলিয়া নদী থেকে বালু আনার উদ্দেশ্যে যান ড্রাইভার আব্দুর রহিম ও হেলপার মতিয়ার রহমান। এসময় ঝগড়ারচর নামক স্থানে ওই ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মতিয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে রৌমারী থানার ওসি (তদন্ত) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম