টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছা. নার্গিস বেগম। তিনি ভূঞাপুর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিমের স্ত্রী। টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে এই প্রথম কোনো নারী উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন।
সোমবার যাচাই-বাছাই শেষে একমাত্র প্রার্থী নার্গিসের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান। এর আগে, গত শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নার্গিস ছাড়া আর কেউ ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই ভুঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম মারা যান। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২ নভেম্বর ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন একমাত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে পরদিন ১৮ অক্টোবর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/এমআই