২১ অক্টোবর, ২০২১ ১৫:৪২

চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় আরও তিনজন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি


চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় আরও তিনজন গ্রেফতার

প্রতীকী ছবি

নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনার ভিডিও ফুটেজ দেখে আরও তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। আজ ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোহরাব হোসাইন (৩২), মো. মানু (৩২) ও মো. হরুন অর রশিদ (৪৫)। 

আজ সকালে চৌমুহনীতে সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রত্যেকে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  
এছাড়া গতরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভিডিও ফুটেজ দেখে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
এ নিয়ে এসব ঘটনায় মোট ১০৭ জন আসামিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে এজাহারভুক্ত ৬৮ জন, সন্দেহভাজন ৩৯ জন।

এসব ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ৮টি মামলা হয়েছে। এসব মামলার এজাহারে ২১৯ জনের নাম উলে­খসহ অজ্ঞাত আরও পাঁচ হাজার লোককে আসামি করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর