নেত্রকোনায় পালিত হয়েছে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সন্ধ্যায় শহরের ছোট বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচী জেলা সংসদ।
সন্ধ্যায় উদীচীর শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও সংগঠনের সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়। জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক মো. আলমগীরের উপস্থাপনায় সভাপতি মোস্তাফিজুর রহমান খান শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে শহীদ মিনার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। পরে বিভিন্ন গণ জাগরণে সাম্প্রদায়িক বিরোধী গণসংগীত পরিবেশন করেন উদীচীর নিজস্ব শিল্পীরা।
বিডি প্রতিদিন/এএম