যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধূলার অংশ হিসেবে নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে দক্ষিণ বড়গাছা ফুটবল ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে দক্ষিণ বড়গাছা ফুটবল ক্লাব ৫-৪ গোলে গুড়পট্রি একাদশকে পরাজিত করে।
উৎসবমুখর পরিবেশে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে মীর নাফিউ ইসলাম অন্তর পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি খাসি উপহার দেন। ক্রীড়া সংগঠক শাহরিয়ার রিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর আতিকুল ইসলাম ইয়ামিন, ব্যবসায়ী মাসুদ আহম্মেদ, মাহবুব কবির। খেলা দেখার জন্য বিপুল সংখ্যাক দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম