সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নোয়াখালীতে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ ও উদয় সংগীতালয় এর উদ্যেগে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদের জেলা সভাপতি বিমলেন্দু মজুমদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট বাবুল কান্তি মজুমদার, রবীন্দ্র সংগীত পরিষদের সহসভাপতি এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, সহসভাপতি লায়লা পারভিন, সাধারণ সম্পাদক শাম্স ইবনে ডিও, প্রফেসর জাকির হোসেন বাবর চৌধুরী, নোয়াখালী আবৃতি একাডেমির উপদেষ্টা সাংবাদিক আবু নাছের মঞ্জু, কবি আখতার জাহান শেলী, দিবাকর সরকার এছাড়া সাংবাদিক আকবর হোসেন সোহাগ, শিল্পী শুকলা মজুমদার ও স্থানীয় শিল্পগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/এএ