'মুজিব বর্ষে পুলিশের নীতি, জনসেবা আর সম্প্রীতি' স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা পুলিশ কার্যালয়ের সামনে কেক কেটে উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। পরে এক বর্ণাঢ্য র্যালি মাইজদী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম ও পুলিশ সুপার মো. শহিদুল ইসলামসহ সরকারি বেসরকারি ও কমিউনিটি পুলিশের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলয়াতনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাবেক অধ্যক্ষ কাজী মোঃ রফিক উল্যার সভাপতিত্বে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম, পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান ও হিন্দু, বৌদ্ধ ঐক্যপরিষদের জেলা আহŸায়ক বিনয় কিশোর রায় সহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এএম