কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে পাহাড়ে গরু চরাতে গিয়ে বন্যহাতির আক্রমণে নবী হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুটাখালী বনবিটের তানজুককাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নবী হোসেন খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড সেগুনবাগিচা এলাকার নুরুল আমিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা শামসুল আলম বলেন, সকালে গরুর পাল নিয়ে পাহাড়ে গরু চরাতে যায় বৃদ্ধ নবী হোসেন। পরে পার্শ্ববর্তী তার ধান চাষ দেখতে গেলে পথিমধ্যে একটি বন্যহাতির সামনে পড়ে যায় তিনি। এসময় হাতির আক্রমণের শিকার হন তিনি। মৃত ভেবে হাতি চলে গেলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করেন।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বলেন, সংরক্ষিত বনে গরু চরাতে গিয়ে নবী হোসেন বন্যহাতির আক্রমণের শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ