বগুড়ার শেরপুরে সিএনজি চালিত অটোরিকসার ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ জালাল উদ্দিন (৫৫)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই গ্রামের মমতাজ উদ্দীনের ছেলে। বর্তমানে মহিপুর গ্রামস্থ একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ মহাসড়ক সম্প্রসারণ কাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন। অন্যান্য দিনের ন্যায় শুক্রবার রাত দশটার দিকে মহিপুর বাজার এলাকায় সড়ক নির্মাণের কাজ করছিলেন তিনি। এসময় বগুড়াগামী একটি অটোরিকসা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান নির্মাণ শ্রমিক মোহাম্মদ জালাল উদ্দিন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/এএম