বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির সাবেক পরিচালক কৃষি বিজ্ঞানী ড. এ কে এম জাকারিয়াকে জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
অবসরে গিয়েও তিনি তার মাঠ পর্যায়ে গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন। আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মধ্যদিয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে মূল প্রবন্ধটি আরডিএ সাবেক মহাপরিচালক মো. আমিনুল ইসলাম ও পরিচালক (অব.) ড. এ কে এম জাকারিয়া যৌথভাবে সম্পাদনা করেন।
কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক গবেষণা ঈর্ষণীয় সাফল্য, আরডিএ বগুড়ার প্রকৃতি, প্রযুক্তি ও তথ্য সম্ভারের সমন্বয়ে সমৃদ্ধ কর্মকর্তা-কর্মচারী কতৃক ব্যতিক্রমধর্মী উল্লেখযোগ্য ও অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কার লাভ করেন।
গত ৩১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন পদক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাছ থেকে সম্মাননাসহ স্বর্ণপদক নেন ড. একেএম জাকারিয়া। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান, পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার প্রমুখ।
কৃষি বিজ্ঞানী ড. একেএম জাকারিয়া তার ব্যতিক্রমধর্মী উদ্যোগ ও অনুপ্রেরণামূলক কাজের জন্য দেশ-বিদেশে পল্লী উন্নয়ন একাডেমিকে ব্যাপক পরিচিত ও সুখ্যাতি অর্জন করেছেন। তার প্রচেষ্টায় চর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (সিডিআরসি) প্রতিষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ