ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ৮ দালালকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে শুক্রবার দুপুর ১২টায় কোতয়ালী থানা পুলিশ সুপার জামাল পাশা জানান, হাসপাতাল এলাকায় কতিপয় দালাল চক্র, প্রতারক ও চাঁদাবাজ সন্ত্রাসীরা বিভিন্ন এলাকা হতে আগত রোগীদের গাড়ী গতিরোধ করে চাঁদা আদায় করতেন। রোগীদের চিকিৎসাপত্র নিয়ে ওষুধ কিনে বেশী দাম ধরিয়ে দেওয়া হতো। রোগী ও তাদের স্বজনেরা টাকা দিতে অস্বীকার করলে ভয়ভীতি ও হুমকি দিয়ে টাকা নেওয়া হতো। এমন অভিযোগের ভিক্তিতে অভিযান পরিচালনাকালে শাহীন শেখ, রাসেল শেখ, জামাল প্রমানিক ওরফে নাছির, প্লাবন মোল্যা, কামরুজ্জামান ওরফে রাব্বি শেখ, নাহিদ মধা, শহিদুল বিশ্বাস, রোমান হোসেনকে আটক করা হয়। এ চক্রের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন কোতযালী থানার ওসি এম এ জলিল, ওসি তদন্ত আবুল খায়ের।
বিডি প্রতিদিন / অন্তরা কবির