ঝিনাইদহে চোর সন্দেহে সুজন হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুজন হোসেন শহরের হামদহ পাওয়ারহাউজ পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে এক নারীর ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগে সুজনকে হাসপাতাল চত্বরে আটকিয়ে রেখে মারপিট করা হয়। সে সময় সুজন অসুস্থ হয়ে পড়ে। তখন সেখানে জড়ো হওয়া লোকজন তাকে ফেলে রেখে চলে যায়। পরে বৃহস্পতিবার বিকালে কয়েকজন ব্যক্তি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এএম