পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত থেকে মং সুয়ে চিং (৬০) নামের এক রাখাইন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিপুর থানা পুলিশ সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় আজ শুক্রবার সকাল দশটায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। মৃত মং সুয়ে চিং কুয়াকাটার কেরানিপাড়ার মৃত ক্রোং জাং মাতুব্বরের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে আসেন মং সুয়ে চিং। রাতে অনেক চেষ্টার পরেও পরিবারের সদস্যরা তাকে খুঁজে পায়নি। পরে সকালে ঝাউবাগান সংলগ্ন এলাকায় স্থানীয়রা গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন / অন্তরা কবির