নেত্রকোনায় তিন দিনব্যাপী হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জেলার ৩৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের হাতে সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র প্রদান অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা তথ্য অফিসার আল ফয়সাল ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খানসহ সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/এমআই