বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাসট্যাবলেট খেয়ে রানা হোসেন (২২) নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন। রানা উপজেলার শিয়ালশন গ্রামের স্বপন আলীর ছেলে। মঙ্গলবার সকালে বগুড়া সদর হাসপাতালে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সূত্রে জানা যায়, ভ্যানচালক রানা তার স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের সাথে যৌথভাবে বসবাস করতেন। হঠাৎ রানাকে পৃথক করে দেয়া হলে বাবার প্রতি অভিমান সৃষ্টি হয় তার। একপর্যায়ে সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বগুড়া সদর হাসপাতালে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ