বরগুনার সদর উপজেলার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদের গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দু'জন চেয়ারম্যান প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ঐ ইউনিয়নে আগামীকাল পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
১১ নভেম্বর নির্বাচনে ৩জন চেয়ারম্যান প্রার্থীর মধ্য নৌকার প্রার্থী আ্যাড. নাজমুল ইসলাম নাসির এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ. বারী বাদল সমান সংখ্যক ৫,৭০০ করে ভোট পেয়েছেন। তৃতীয় প্রার্থী গোলাম সরোয়ার শাহিন পান ৫,১০০ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার জানান, কাল প্রতিটি ভোটকেন্দ্র একজন করে নির্বাহী মেজিস্ট্রেটসহ পুলিশ থাকবে। এছাড়া বিজিবি, র্যাব ও পুলিশের টহল টিম থাকবে।
নৌকার প্রার্থী আ্যাড. নাজমুল ইসলাম নাসির বলেন, ১১ তারিখের নির্বাচনে কয়েকজন পুলিশ কর্মকর্তা পরিকল্পিত ভাবে ভোটারদের মধ্য আতংক সৃষ্টি করেন। আমাদের কর্মীদের হয়রানি করেন। পুলিশ সুপারের হস্তক্ষেপে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আ. বারী বাদল বলেন, ১ও ২নং ওয়ার্ডে আমার কর্মীরা ঘর থেকে বের হতে পারছে না। আমিও আতংকে রয়েছি।তবে প্রশাসন ১১ নভেম্বরের মতো কঠোর অবস্থানে থাকবে বলে তিনি আশা করেন।
বিডি প্রতিদিন/হিমেল