মঙ্গলবার বিকেলে বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হক সরকারকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে সাবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবগ্রাম বন্দর এলাকায় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপনের সভাপতিত্বে প্রচারণা মিছিল ও সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান চঞ্চল, শহর ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ জয়, মোকামতলা ইউনিয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম পারভেজ, আলিফ মাহমুদ বাপ্পী, শাওন কুমার সরকার, জীম, নাফিস ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা জয়, শুভ, সোহান, জিসানুর রহমান, জুয়েল রানা, রফিকুল ইসলাম রাকিব।
বিডি প্রতিদিন/এএ