ঝিনাইদহে তথ্য অফিসের আয়োজনে উপজেলার পুরন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিম।
আরও বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, মহেশপুর ফতেপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু প্রমুখ।
অনুষ্ঠানে তথ্য অফিসার আবুবকর সিদ্দীক সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সেবাগুলো তুলে ধরেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই