চেক জালিয়াতির মাধ্যমে সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন ও সচিব এএইচএম আলী আর রেজাকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রেরিতে এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, গত ৭ অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের হিসাব যাচাইকালে আড়াই কোটি টাকা আত্মসাতের তথ্য উদঘাটিত হয়। এরপর চার ধাপে মোট সাত কোটি টাকা লোপাটের তথ্য মেলে। তদন্তে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৩৮টি চেকের মাধ্যমে এসব টাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় দুদক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, সচিব এএইচএম আলী আর রেজা ও হিসাব সহকারী আব্দুস সালামসহ পাঁচজনকে আসামি করে মামলা করে। এ বিষয়ে বোর্ডের অভ্যন্তরীণ তদন্ত হয়েছে।
সবশেষে মঙ্গলবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত এক চিঠিতে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন ও সচিব এএইচএম আলী আর রেজাকে ওএসডি করা হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকেও তদন্ত করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ওই চিঠিতে বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীবকে ও সচিব হিসেবে রাজশাহী ড. কামরুজ্জামান ডিগ্রি কলেজের শিক্ষক মো. আব্দুল খালেক সরদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই