চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় তিন দিনব্যাপী লোকজ সংস্কৃতি ও মেলার উদ্বোধন করা হয়েছে। গুরুজি আফতাব শাহর ২২তম মৃত্যুদিবস উপলক্ষে আকন্দবাড়ীয়া বাউল পরিষদের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। বুধবার রাতে দর্শনা কেরুজ আকন্দবাড়ীয়া মাঠ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বাউল পরিষদের সভাপতি মনিরুজ্জামান ধীরু বাউলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এসএম ওসমান।
বিডি প্রতিদিন/এএ