২৮ নভেম্বর, ২০২১ ১১:১৩

যশোরের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে

তৃতীয় ধাপে যশোরের মণিরামপুর, বাঘারপাড়া ও শার্শা উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন নিয়ে যেমন রয়েছে উত্তেজনা, তেমনি ভোটার ও প্রার্থীদের মাঝে রয়েছে শঙ্কাও। তবে ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় কোথাও বড় কোন অঘটনের খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ২৭ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ২ হাজার ৫৯২জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। 

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, তিন উপজেলায় ইউপি চেয়ারম্যান-সাধারণ ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৮৭৮জন প্রার্থী। ৩৫ ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে। তিন উপজেলায় মধ্যে বাঘারপাড়া উপজেলায় ৯টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৫০ জন রয়েছেন চেয়ারম্যান প্রার্থী। ৮১ কেন্দ্রের ৪৮৫ বুথে ভোট গ্রহণ হচ্ছে। মণিরামপুরের ১৬টি ইউনিয়নে মোট প্রার্থী ৮৬৩ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭৮ জন। ভোটগ্রহণ হচ্ছে ১৫২ কেন্দ্রের ৮০৫টি বুথে। শার্শা উপজেলার ১০ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪৩ জন। এ উপজেলায় ১০৮টি কেন্দ্রে ৬২৭টি বুথে ভোটগ্রহণ হচ্ছে।

বাঘারপাড়ায় মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ১৭৫জন, মনিরামপুরে ২ লাখ ৯৪ হাজার ৯২১জন এবং শার্শায় ২ লাখ ৩৫ হাজার ৪৮ জন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর