২৯ নভেম্বর, ২০২১ ০৮:১৭

কিশোরগঞ্জের ২৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৫ প্রার্থী নির্বাচিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ২৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৫ প্রার্থী নির্বাচিত

কিশোরগঞ্জের তিনটি উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১৫ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৫ জন, বিএনপি সমর্থক ২ জন ও ১ টিতে জাতীয় পার্টি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৪ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন, ১ টিতে জাতীয় পার্টি, বিএনপি সমর্থক ১ জন ও স্থগিত ১টিতে বিএনপি সমর্থক প্রার্থী এগিয়ে রয়েছেন। 

এরমধ্যে বিন্নাটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম (আনারস), বৌলাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আওলাদ হোসেন (নৌকা), চৌদ্দশত ইউনিয়নে বিএনপি সমর্থক আতাহার আলী (চশমা), দানাপাটুলি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মাসুদ মিয়া (অটোরিক্সা), যশোদল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ইমতিয়াজ সুলতান রাজন (চশমা), কর্শা কড়িয়াইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বদর উদ্দিন (নৌকা), মাইজখাপন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ (নৌকা), মহিনন্দ ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লিয়াকত আলী (লাঙ্গল), রশিদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জহিরুল ইসলাম (আনারস), মারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মুজিবুর রহমান (নৌকা) ও লতিবাবাদ ইউনিয়নে ১ টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত অবস্থায় এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থক আব্দুর রাজ্জাক (চশমা)।

নিকলী উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ টিতে আওয়ামী লীগ মনোনীত এবং ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন সিংপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ আলী (নৌকা), দামপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন (মোটরসাইকেল), কারপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত তাকি আমান খান (নৌকা), নিকলী সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত কারার শাহরিয়ার আহমেদ তুলিপ (নৌকা), জারইতলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আজমল হোসেন (নৌকা), গুরুই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত তোতা মিয়া (নৌকা) ও ছাতিরচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত শামসুজ্জামান চৌধুরী (নৌকা)।

কুলিয়ারচর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। তারা হলেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে এনামুল হক (নৌকা), উছমানপুর ইউনিয়নে নিজাম ক্বারী (নৌকা), ছয়সূতী ইউনিয়নে ইকবাল হোসেন (নৌকা), সালুয়া ইউনিয়নে মোহাম্মদ কাইয়ুম (নৌকা) ও ফরিদপুর ইউনিয়নে এস. এম আজিজ উল্লাহ (নৌকা)।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর