২ ডিসেম্বর, ২০২১ ২১:১৯

লালপুরে ১৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নাটোর প্রতিনিধি

লালপুরে ১৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

তৃতীয় দফা নির্বাচনে নাটোরের লালপুরে আওয়ামী লীগের দলীয় মনোনীত এক (নৌকা), বিদ্রোহী ৫ ও বিএনপির (স্বতন্ত্র) ৩ সহ অন্যান্য ৭ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। 

জামানত বাজেয়াপ্তরা হলেন, উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী পারভিন আক্তার বানু (নৌকা) প্রতীকে ১৫১৪ ভোট পেয়ে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া একই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আসলাম হোসেন (মোটরসাইকেল) প্রতীকে ৯৩০, ঈশ্বরদী ইউনিয়নে মোহাম্মদ আলী (চশমা) প্রতীকে ১৪৬০, ইমরান আলী (আনারস) প্রতীকে ৪৫৪, দুড়দুড়িয়া ইউনিয়নে আজিজুল আলম মক্কেল (মোটরসাইকেল) প্রতীকে ১৭৮৭, আড়বাব ইউনিয়নে সাইফুল ইসলাম (টেলিফোন) প্রতীকে ১২৮৪ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এছাড়া লালপুর সদর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এটিএম জাহিদুল আলম (মোটরসাইকল) প্রতীকে ১হাজার ১৯, ঈশ্বরদী ইউনিয়নে নজরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীকে ১৯৫০, ওয়ালিয়া ইউনিয়নে জয়নাল আবেদীন (আনারস) প্রতীকে ৪১৫ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে ।

এছাড়া বাদশা আলমগীর (ঢোল) প্রতীকে ১৪৩২, আড়বাব ইউনিয়নে আব্দুল মজিদ (হাতপাখা) প্রতীকে ২৬২, মোশাররফ হোসেন (চশমা) প্রতীকে ২০৪, দুয়ারিয়া ইউনিয়নে কাজী আবদুস সামাদ (আনারস) প্রতীকে ১৭৩০, বেলাল সরকার (হাতপাখা) প্রতীকে ৫৮৩, আরকানুল ইসলাম দুলাল (চশমা) প্রতীকে ৫২, দুড়দুড়িয়া ইউনিয়নে কামাল উদ্দিন মুক্তার (রজনীগন্ধা) প্রতীকে ১৫৪ ভোট পেয়ে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর