ব্রিজ না থাকায় বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শেরপুর সদর, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সংযোগ স্থলের আট গ্রামের মানুষ। এতে দুর্ভোগে পড়তে হয়েছে চলাচলকারী মানুষদের। এমন অবস্থায় ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তারা জানান, শেরপুর সদর, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এই তিন উপজেলার সংযোগ স্থল কলসপাড় ইউনিয়নের মালিঝি নদীর শাখা কলস নদীর উপরে যোগাযোগের জন্য একটি বাঁশের সাঁকো আছে। স্থানীয় জনগণের উদ্যোগে তৈরি করা এই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয় আট গ্রামের মানুষের। প্রতিদিন কমপক্ষে ১০-১২ হাজার মানুষ এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে।
নদীর এক পাড়ে কলসপাড় ইউনিয়নে তিনটি প্রতিষ্ঠান রয়েছে-পশ্চিম কলসপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদিয়া কওমী মাদ্রাসা ও কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসা। এছাড়াও রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় শিক্ষার্থীদের। এতে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। রোগী থাকলে তো দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।
কলসপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অনন্যা বলে, ‘এ সাঁকো দিয়ে চলাচল করতে আমগর খুব কষ্ট অয়। একবার পা পিচলে পইড়াও গেছিলাম। এখন সাবধানে সাঁকোতে উঠি। এই হানে একটা ব্রিজ দিলে ভালো অইতো।’
পশ্চিম কলসপাড় গ্রামের রহমত আলী (৫০) বলেন, একটি সেতুর অভাবে ৩০ বছর ধরে জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। সব এলাকার উন্নয়ন হলেও আমাদের এখানে হয় না। শুধু একটি সেতুর অভাবে পিছিয়ে যাচ্ছি।
কলসপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, কলস নদীর উপর ব্রিজ নির্মাণ অতি প্রয়োজন। সংশ্লিষ্ট দপ্তরে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, সরেজমিন পরিদর্শন করে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই