সিরাজগঞ্জের তাড়াশে ৫৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
সোমবার ভোর রাতে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের তাড়াশ থানার খালকুলা বাজারস্থ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মানিকপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মানিক হোসেন (৩৫), একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে শাহজালাল (২০), জামালপুরের জালিয়া পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৬), মেলানহদ গ্রামের হাজরা বাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে ছামিউল হক (৩৮)।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান।
আটককৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম