লক্ষ্মীপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সকালে তিনি পৌর কার্যালয়ে ১ম কার্যদিবসের সূচনা করেন।
এসময় পৌরসভার ১৫টি ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররাও তাদের দায়িত্ব বুঝে নেন। সকালে পৌর কার্যালয়ে পৌরসভার সচিব আলা উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী আবুল বাশারসহ কর্মকর্তা-কর্মচারীরা তাদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় সাবেক পৌর মেয়র আবু তাহের উপস্থিত ছিলেন না। তবে তিনি দায়িত্ব হস্তান্তর পত্রে আগেই স্বাক্ষর করে রাখেন বলে জানালেন সচিব।
এর আগে রবিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি তাদের শপথ বাক্য পাঠ করান।
নতুন মেয়র মাসুম গণমাধ্যমকর্মীদের বলেন, দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমাকে পাঠিয়েছেন। মডেল পৌরসভা গঠন ও নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন