মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের আমতৈল বাজার থেকে নেশাজাতীয় ট্যাবলেটসহ হাসানুজ্জামান ওরফে কাবের (৩৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত কাবের আমতৈল গ্রামের শফি উদ্দীন মালিথার ছেলে। কাবের একজন বড়মাপের মাদক ব্যবসায়ী বলে পুলিশের পক্ষ থেকে জানানাে হয়েছে।
রবিবার রাতে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানার এসআই (নিঃ) নুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আমতৈল বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতৈল বাজারস্থ ফার্মেসীর সামনে পাঁকা রাস্তা থেকে হাসানুজ্জামান ওরফে কাবেরকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে অবৈধ নেশা জাতীয় ২০ পিস কেন্ট্রাডােল ট্যাবলেট উদ্ধার করা হয়। কাবেরকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম