কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, সোমবার ভোররাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের জিয়াউর রহমান বসত-বাড়ি সংলগ্ন ইটের সলিং রাস্তার উপর টেকনাফ থানা পুলিশের এসআই তোফায়েল, এএসআই শাখাওয়াত এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উখিয়া থাইংখালী ১২ নম্বর ক্যাম্পের মৃত আহম্মদ হোছনের মেয়ে হাসিনা বেগম (৫০) ও একই ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে জুনায়েদ প্রকাশ আনাস (২০)।
বিডি প্রতিদিন/এএ