ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, আগামী ২৬ ডিসেম্বর বোয়ালমারী উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। বোয়ালমারীর ১০টি ইউনিয়নের ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সে জন্য নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশের দক্ষ সদস্যসহ বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে। ভোটের দিন যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার চেষ্টা করে তাহলে তাকে কঠোরভাবে দমন করা হবে।
সোমবার দুপুরে ২টায় বোয়ালমারী উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার আয়োজিত নির্বাচনী আচরণ বিধিমালা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন, রিটার্নিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবয়ী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, পলিবিদ্যুত সমিতি বোয়ালমারী জোনের ডিজিএম সানোয়ার হোসেন। বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ