আগামীকাল ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস। মুক্ত দিবস পালনের লক্ষ্যে ১৪ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধে ১৪ ডিসেম্বর ৭ নং সেক্টরের অধীনে মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সাথে যৌথ অভিযান চালিয়ে দিনাজপুর জেলা শহরকে পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেছিল। ৭ নং সেক্টরের সাব-সেক্টর হিসেবে দিনাজপুরের রনাঙ্গনে নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার কর্ণেল (অব.) কাজী নুরুজ্জামান।
দিনাজপুর মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে ১৪ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদদের স্মরণে কোরআনখানি, মিলাদ মাহফিল, র্যালির আয়োজন করেছে মুক্তিযোদ্ধসহ বিভিন্ন সংগঠন। দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি, বাবু মনোরঞ্জনশীল গোপাল এমপি, এড. জাকিয়া তাবসুসম জুই এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধরিী। সভাপতিত্ব করবেন বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান।
বিডি প্রতিদিন/এএ