পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনীর সদর উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে বিনা ভোটে আওয়ামী লীগের ৪ প্রার্থী জয়ের পথে রয়েছেন।
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই কালে বিভিন্ন কারণে উপজেলায় মোট ১০ জন প্রার্থীর মনোনয়পত্র বাতিল ঘোষণা করা হয়। এতে তিনটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়পত্র বাতিল হলে তিনজন একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন।
তারা হলেন, মোটবী ইউনিয়নে হারুন অর রশিদ, ধর্মপপুর ইউনিয়নে শাহাদাত হোসেন ও শর্শদি ইউনিয়নে মো. জানে আলম ভূঁঞা। তাছাড়া কাজিরবাগ ইউনিয়নে কাজী বুলবুল আহম্মদ একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ফলে বর্তমানে সদর উপজেলায় একক প্রার্থী হিসেবে চারজন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন