বগুড়া ব্রেড-বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির সুবর্ণজয়ন্তীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাসান আলী আলাল এতে সভাপতিত্ব করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ শিশুদের মনে-প্রাণে ধারণ করাতে হবে। কষ্টার্জিত স্বাধীনতা ও দেশের উন্নয়ন সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা পৌঁছে দিব বিজয়ের সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে এই হোক আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, জাতির পিতা অনুধাবন করেন স্বাধীনতা অর্জন ছাড়া বাঙালি জাতির ওপর অত্যাচার-নির্যাতন ও বঞ্চনার অবসান হবে না। তাই তিনি স্বাধীনতার ডাক দেন। শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। বীর মুক্তিযোদ্ধারা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। আমরা পাই লাল-সবুজের পতাকা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ, সহ-সভাপতি বায়েজিদ শেখ, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মিরাজ মিয়া, তপন চক্রবর্তী, নুর ইসলাম, আতিকুল ইসলাম বিপ্লব, নজরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম