বরগুনা জেলা প্রশাসনের উদ্দোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।বৃহস্পতিবার ভোর ৬টায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করাহয়। সকাল ৭টায় বরগুনার শহীদ গণকবর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র আ্যাড. কামরুল আহসান মহারাজ, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম উপজেলা পরিষদসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৮টায় স্টেডিয়ামে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, মুক্তিযোদ্ধা, আনসার, রোভার, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বেলা ১১টায় শিল্প কলা একাডেমিতে দেয়া হয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা। আয়োজন করা হয় পৌরসভার উদ্যোগে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। সন্ধায় ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/এএ