দিনাজপুর-পাবর্তীপুর সড়কে চিরিরবন্দরে নিজ স্কুলের সামনে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় সুমাইয়া আনজুম (৯) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-পাবর্তীপুর সড়কে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের ফকিরপাড়ার সার ব্যবসায়ী মনজের আলীর মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানায়, নিজের স্কুলের সামনে সুমাইয়া আনজুম দাঁড়িয়ে ছিল। এসময় উপজেলার ঘুঘুরাতলী হতে বেলতলী বাজারের দিকে যাওয়া দ্রুতগতির একটি বেপরোয়া ট্রাক্টর স্কুলের পাশ ঘেঁষে যাওয়ার সময় ওই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মো. জিয়াউল ইসলাম ঘটনাস্থল ও শিশুটির বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ সুরতহাল পূর্বক ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক