দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার সুর্বজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভার্চুয়ালী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাগণ জাতির সূর্য্য সন্তান। তাদের অবদান চিরস্মরণীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতার জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। তাঁর নেতৃত্বে দেশের মানুষ একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছে।
১৬ ডিসেম্বর বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল প্রমূখ বক্তব্য রাখেন।
এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এদিকে, ফুলবাড়ী উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে সকাল ৮টায় সরকারী কলেজ মাঠে প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। পতাকা উত্তোলন শেষে এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশ, আনছার সদস্য, ফায়ার সার্ভিস কর্মী ও গ্রাম পুলিশ সদস্যরা প্যারেড প্রদর্শন করেন। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনমুগদ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে এবং খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে আয়োজিত অনুষ্ঠানে আংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) প্রমুখ।
শ্রদ্ধা জ্ঞাপন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুসহ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংগঠন। এরপরে বড়মাঠে মনমুগদ্ধকর ডিসপ্লে প্রদর্শন এবং খেলাধুলা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ