মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো বাগেরহাটবাসীকেও শপথ বাক্য পাঠ করিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট স্টেডিয়ামে জেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সম্মৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। বাগেহাট জেলা সদর ছাড়াও ৮টি উপজেলা সদর, ৭৫টি ইউনিয়নসহ সুন্দরবনের দুবলা শুঁটকি জেলেরাও প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশগ্রহণ করেন।
বাগেরহাটের ৮৫টি স্থান থেকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী চাকুরীজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী-শিক্ষার্থী, সাংস্কৃতিকর্মীসহ সকল পেশার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশ নেন। এসময়ে বিজয়ের পতাকার রঙ্গে রঙিন হয়ে উঠে শপথ অনুষ্ঠানস্থল। এ শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহের আমেজ বিরাজ করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ